=
প্রলয় দেখেও সরে-না ৷  
স্থির-মান দাঁড়িয়ে দেখে,
ভাঙচুর'- এর খেলা ৷

তবে কী- আতঙ্ক বোলে-
কিছু নেই,
ওদের কাছে ?

যারা ধংসে'র পরে'র স্টেপে,
বিলীন হবে জেনেও
জীবন্তে'র পরম-সুখ নিয়ে,
অনড় হয়ে থাকে ৷

জানি-না,
"এই আছে, এই নেই"
ওদের পক্ষে,
এতো- প্রিয় কেনো !
=

ম. প্র. (১৫-০৪-২০২১)
=