=
তোমার চুপসে যাওয়া চেহারায়- দেখেছি শূন্য ভোর ৷
কথা'র আল্পনায়- জুড়েছিলাম যে- মাকান ৷
সেখানে, আসবাব দেবো- ভেবেছিলাম, চাঁদনী রাতে'র বিভায় ৷
সন্ধ্যা তারায় খচিত করতাম- ভালোবাসা'র দীঘল মিথ ৷
এখনো লগ্ন যায়-নি, দ্বন্দ্ব কেটে নূতন সূর্যোদয় যাত্রা'র ৷
পৃথিবী'র সৌরভ পথে, দু-জনা'র যুগল সন্ধি-কাল ৷
খোয়াবো প্রেমে'র সমুদয়- সরাব পান করে, অনন্ত-জিয়ায় ৷৷
=
ম. প্র. (২২-০৬-২০২১)
=