=
অমরি আজ এসেছিলো- আমার ঘরে'র দুয়ার গোড়ায় ।
আসা'র পূর্বে প্রতি-বার মুখ-টা সে- ঘুরিয়ে রাখে অন্যথায় ।
এমনি অভিনব তার স্বভাব, এভাবে'ই সে- তার মান বাড়ায় ।
যেনো ভ্রমণে বের হয়ে- আচানক দু-দণ্ড কোথাও দাঁড়ানো ।
বলি যে- অমরি আমাকে দেখলে'ই নিশ্চিত দাতা ভাবে পুরোনো ।
যেনো জানে- দাঁড়িয়ে গেলে'ই মিলে যাবে- তার ক্ষুধা'র নিবারণ ।
অবশ্য- মিলেও যায় তা, আমি জানি- বিস্কুট'ই তার পছন্দে'র বিবরণ ।
কিন্তু- আজ বিস্কুট শূন্যতায়- তার অপেক্ষা পেলো-না হৃদ্যতা, আহা- শিহরণ !
=
ম. প্র. (২৫-১০-২০২১)
=