=
পেন্সিলে'র দাগ- রাবারে মুছে ফেলতে পারো । কিন্তু- যা লেখা হয়, তা না মুছতে পারে, লেখক তার- হৃদয় হতে । না মুছতে পারে, পাঠক তার- পাঠ-ক্রিয়া'র হৃদয় অনুভব-অনুশীলন হতে । হৃদয় হতে, উৎসারিত সব- শব্দে'র ভবিষ্যৎ পেন্সিলে'র গর্ভ হতে'ই আসে ।

মানুষ অতীত মনে রাখুক, বা- না রাখুক, পেন্সিল তার- অতীত লিখে রাখে, ভবিষ্যতে'র পৃষ্ঠায়। পেন্সিলে'র ইতি ঘটে । কিন্তু- ছাপে'র ইতি ঘটে-না । ছাপে স্মৃতি বাড়ে । স্মৃতি ধ্যান বৃদ্ধি করে । ধ্যান লিখনি-শক্তি সমৃদ্ধ করে । সমৃদ্ধি মানুষ-কে ঐতিহাসিক করে । পেন্সিল তার নিঃশেষে- মানবে'র অমরত্ব লিখে । উৎসর্গ সব অঙ্কে, ইতিহাসে'র পৃষ্ঠা- রচনা করে । করা দিয়ে'ই যেহেতু কর্ম-ফল । উৎসর্গ দিয়ে'ই অমরত্ব-ফল ।।
=
ম. প্র. (১১-০৮-২০২১)
=