(দৈনিক যুগান্তর(০৯-০৭-২০২১)'- এ প্রকাশিত
"চাঁদপুরের সাহিত্য -সংস্কৃতি" শিরোনাম প্রদত্ত লেখা-টি পড়ে,
যা- উপলব্ধ হলো, তাই নিম্নে-)
=
স্বজন-প্রীতি আর- বন্ধু-প্রীতি'র এক অ-বিহিত নিদর্শন !
কাল দেখে-না, ফাল দেখে কেবল- জরুরত মন্থন !
হাওয়ায় উড়ায়- বিনা, মক্ষী-রে বানায়- সিনা !
জমিনে আনে- সূর্য-মণি, বৃক্ষ-রে বলে- বাধা !
হায়-রে মনুষ্যত্ব এখন- অ-জাত হাতে'র কীমা !
পোড়া তেলে ভাজছে, বাবুর্চি - সাহিত্যে'র মহিমা !!
=
ম. প্র. (১০-০৭-২০২১)
=