=
তলে'র উর্বর হতে, জলে'র মিথ দিয়ে, যার উদ্ভব ।
তারে অভিমানে'র আঁকর দিয়েও
পরাভূত করা'র সামর্থ্য- আমাদের নেই ।
রন্ধন-শিল্পে তার- একচ্ছত্র আধিপত্য কারো- অ-জানা নয় ।
আমরা তারে সু-স্বাদু'র বিনোদ করি- সারা-ময় ঘর-বাহির ।
প্রাগৈতিহাসিক তার আদৃত গমন- ভোগ-ক্রিয়ায় ।

লালনে লালন- বাড়ে ।
পালনে হয়- সিদ্ধ ।
সংস্কৃতি তার- পরিধান ।
আমরা তার অনুধাবন ।

আলু ভালু হয়-না, কখনো ।
যেমন হয়- হস্ত-তালু ।
যা কখনো- মেঘে'র চূড়া, কখনো- আলো'র বিভা !
আলু দিয়ে- যা'ই হয় ।
হওয়া'র জমিন-টা-রে সোনার জোহর বানিয়ে দেয় ।
সহজ-লভ্য প্রাপ্তী'র ঘরে, ভর-পেটে'র বিবাদ মিটিয়ে দেয় ।

আমরা অপার ভালোবাসি- তার অ-নিন্দ্য কলা ।
ঋতু-কালীন জোসে- ঘর ভরে দেয়, গোলা ।
আলু তার নিজস্ব গুনে, স্বতন্ত্র সর্বত্র-ফলা ।।
=
ম. প্র. (২১-০৮-২০২১)
=