=
অন্ধকার'- এর আলো যে দেখে ।
তাকে আলোকিত করা'র দায় থাকে-না ।
বোধে'র সবুদ দিয়ে, পাকা হয়ে যায়- ভেতর খবর ।
কে দেখে- অণু, কে দেখে- পরমাণু ?
সব রেণু'ই আঁধারে'র বুক ছিঁড়ে, তুলে আনে- সূর্য-কিরণ ।।
=
ম. প্র. (০৩-০৮-২০২১)
=