=
ভালোবাসা- এমন'ই মাওয়া ৷
এক-বার জুটে গেলে, আর- ধরে-না, দাওয়া ৷
ভালোলাগা যার- প্রথম সোপান ৷
মনে নিলে, আর- ছাড়ে-না, লগন ৷
কতো মন ছুঁতে, উগ্রিব হয়- শরীর গগন ৷
তারে পায়-না, সে নয়ন- যে হয়েছে, স্থির-বহন ৷
পৃথিবী উল্টে-পুল্টে যাক, তার সব-আশা'র যবনিকা- ঠক ৷
তবু- ভালোলাগা'র ভাগ- এক-ভাগও কমে-না, তার শতো-ভাগ ৷৷
=
ম. প্র. (২৯-০৩-২০২১)
=