=
এমন অ-কৃত্রিম প্রেম- কোথায় পাবে,
তুমি আজ পৃথিবী'র হৃদয়ে?
যেখানে, প্রেম হয়ে গেছে, পণ্য!
প্রেমে'র বাজারে, সেই পণ্যে'র কেনাবেচা-
আজ মেজবানে'র দাওয়াত হয়ে গেছে!
যেনো- বাজারে'র ত্রিপিটক' হাঁক দিয়ে ডাকছে,
আর- গলা ফাটিয়ে বলছে,
এসো গ্রাস করো- প্রেম-কে, সবাই মিলে!
আজ প্রেমে'র শরীর- বহুল অংশে বিভক্ত!
এক শরীরে'র গন্ধ, না হয় বলি- সুবাস,
তৃপ্ত করে-না, রোমাঞ্চিত করে-না, প্রেম-কে!
প্রেম আজ হয়ে গেছে, মাংস-পিন্ডে'র শ্লেষ- আস্বাদন!
প্রেমে'র ধর্ম বিলি হয়ে গেছে, দলে দলে, জনে জনে, যৌথ-পুরে!
সকল বন্ধন, সকল সম্পর্ক, সব মায়া, স্নেহ-ভালোবাসা-কে,
তুচ্ছ করে,
প্রেম- আজ সেলিমে'র ট্রাট্টু ঘোড়ায় চড়ে, নিরুদ্দেশে'র খপ্পরে!
যদিও প্রেমে'র দোষ দেই, কী- করে?
প্রেমে'র পরিচালক' যিনি,
তিনি'ই-তো প্রেমে'র নাড়ি নক্ষত্র ছিড়ে, বিলি করেছেন, অর্বাচিনে৷
তাই, আজ তুমি চাইলেও এক অ-কৃত্রিম প্রেম-
দাবি করতে পারো-না, পৃথিবী'র কাছে৷৷
=
রচনা-সময়- ২১/০৬/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=