=
ডিসেম্বর এলে, পূণরায়- রাত না সূর্য হয়ে যায়!
এক তারিখ সব কামরা- মেঘ বিদায়ে,
আলো'র রেখা- খচিত করা'র,
সারানো, বা- সারাবার স্মরণ, যুক্তি, সচেতনতা,
আর- উপদেশ- এক-টি ফুলে'র বাগানে'র শ্লোগান৷
-------
কাঁটা সব যাবে, বেড়ালে'র পেটে৷
বিষ যে-টুকু ধরে, আছে নদী!
তাও সেরে যাবে৷
উপলক্ষ্যে'র বলি- গেছে চলে,
চেনা পথ- পরিস্কার ঘর-বাড়ি৷
-------
অ-বাধ ছিপ ফেলে, মাছ ধরা- এখন হবে সহজ৷
আক্রমণ, নৃশংসতা- শূণ্য দেখায়, কয়েক বছর৷
আলামত দেয়া নেয়া- নদী'র মাঝি'র হাতে'র বৈঠা৷
সুযোগে'র অপেক্ষা- প্রজাপতি হওয়া'র সখ, যাদের৷
আবাস হবে- অতিথি পাখি-দের, নোঙ্গর-খানা৷
শীতে লেপে'র প্রয়োজন- বৃথা৷
-------
এক তারিখে'র পর্দা- ধীরে ধীরে, অন্য পরিচয়ে৷
পাগলে'র মেলা'র উদ্ভব হতে, দোষ- কী?
অন্য নাম-করণে, চাঁদ-সূর্য-নক্ষত্র ব্যতীত, আর-
কিছু খুঁজতে, পৃথিবী বিক্ষুদ্ধ পর- শান্ত অনন্তে'র৷৷
=
রচনা-সময়- ০২/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=