=
উদাহরণ সব-খানে দাঁড় করাতে'ই পারো ৷
নিজে-কে সহি করা'র বাহানা যে- করো ৷
সব-কিছু'র যখন- এ-পিঠ ও-পিঠ থাকে ৷
এক-পিঠে হাত বুলালে'ই কার্য-সিদ্ধি ৷
পরিণতি না দেখে, কারো- মন বিভ্রাট ভাঙ্গে-না ৷
তাই সর্বাবস্থায় নিজে-কে শুদ্ধ ভাবা'র পায়তারা ৷
যে দেখে- অধম, উত্তম তার অধঃপতন'- এর কারণ ৷৷
=
ম. প্র. (০৭-০৭-২০২১)
=