=
কলিজা-টা বের করে, দেখা যেতো- যদি তার ৷
কতো কালিমা'র বহর করেছে, ভেতরে নোঙর !

বাহিরে, যার- সভ্যতা'র ছিটেফোঁটাও ধরে-নাই !

লেন-দেন'- এর কোনো- জরিয়া যেখানে নাই ৷
সেখানে, এতো- কালা-কান্দি'র ভর তার শহর !

কোন শকুনে, পয়দা করেছে, এমন- অদ্ভুত মন-বন্দর ?
=

ম. প্র. (০৮-০৪-২০২১)
=