=
গ্রীষ্মের মারমুখো প্রবণতায়
পাখি হারিয়েছে ডানার বলকারীতা।
হারিয়েছি আমি নড়ার প্রবণতা।
সরার বদান্যতায় মিলে,
একরাশ বিষক্রিয় জলজতা।
সুঁইফোঁটার মতো সারাঙ্গ জুড়ে,
যতো আল চেতনা।
রেহাই পেতে অচল মনুষ্য গবেষণা।
=
ম. প্র. (২২-০৫-২০২২)
=