=
বিকৃতির ঘরে পৌষ মাসের
স্তন বড়ো হচ্ছে
অনিষ্ঠের ঘরে কামরা সাজায়
ইচ্ছের বর্ষাতে।
ভিজে ভিজে শূন্যের দোলনায় চড়ে
অঙ্গ বিসর্জন দেয় এ্যান্থনি লোফ্রেডো
ব্ল্যাক এলিয়েনে রূপান্তর হতে
বিয়োগ টর্নেডো!
কি মরিচিকা ভাবনা
অন্তরের সনাতন ভেদ করে যায়
অসুস্থতার সংজ্ঞাকে
ইচ্ছেপাগল বাজিমাত করে দেয়।
=
ম. প্র. (০৩-০৮-২০২২)
=