=
বুঝিয়ে দিলেও যেখানে,
বুঝানো হয়- মুশকিল বাড়া ৷

না বুঝানোয় ফলাফল যে- যা তা,
সে-টা'ই আসল ধরা ৷

শূন্য দিয়ে শুরু হলে,
উপরে ওঠা-টা হয়- প্লাস ৷

মাইনাস দিয়ে শুরু হলে,
প্লাস করা হয়- আজুবা'র মতো- ত্রাস ৷

দুই দিকে যখন- সাজা,
তখন- কে খুলবে, তার নাড়া ?

সব বাদ দিলে, যা- থাকে,
তাই এখন- অবস্থা ৷৷
=

ম. প্র. (১১-০৩-২০২১)
=