=
আসছে, সম্মোহনী সুধা- ঈদ-সঙ্গ করে ৷
এক-টা বাধা- স্বপ্ন বুনতে দেয়-নি, তারে ৷
মন জুড়ে ছিলো- সব-সময়ে'র আলসেমি ৷
বাধা কেটে গিয়েও আরেক বাধা'র বিরাগী ৷
জীবন এমন'ই; শান্তি দেয়-না, কখন'ই ৷
আত্মীয়তা'র গলদ-টা মুছে ফেলা- যাবে-না, তাৎক্ষণিক'ই ৷
তা- সঙ্গ করে, প্রেম-ফার্ম-হাউস গড়া যায়, কী- করে ?
আশা কী- তবু তার- দীঘল খনন ছেড়ে দেবে ?
মানানো'র গল্প-টা বানানো হলে, হয়-তো চলবে ৷
কিন্তু- জীবনে'র গল্প-টা সত্যে'র আগ্রহ দিয়ে গড়ে ৷
পথ না থাকলে, এক-মাত্র তার বসত জুড়ে বসে ৷৷
=
ম. প্র. (০২-০৫-২০২১)
=