=
মাটি পোতা- মূল্য, অ-মূল্য
যতো সব- জিনিস-পত্র ডিটেকটর দিয়ে,  
তুলে এনে, বেচে দাও- দোকানদার'- এর কাছে ৷

ডলার গোনে, বাড়ি যাও, আর-
হো... হো... হো... করে, হেসে ওঠো- আনন্দে'র হাসি ৷
দর্শক দেখে, শুনে মজা নেয়- টি-আর-পি হ্যামারে ৷
"ওল্ড ইজ গোল্ড" কথা-টা প্রমাণ করে, দাও- নিরিখে ৷

কর্ম কিছু নয়, মানুষে'র মনে, চমক ভরে দেওয়া'ই হলো- লক্ষ্য ৷
যে- যতো বেশী উৎসর্গ, সে- ততো বেশী উচ্চ ৷

আসলে, কামাই বোলে- কিছু নেই, জীবনে'র নিরেটে ৷৷
=

ম. প্র. (১২-০৪-২০২১)
=