=
অ-হেতুক যেনো সব- ক্লেম!
দেহে শ্বাস আর- প্রাণে প্রেম!
হিসেব মেলে-না, কখনো- বেঁচে থাকা'র৷
আর- প্রেমে, ফাঁকা বিচরণে যুক্ত করা'র৷

না থাকে লেন,
না থাকে চেন৷

অ-ফেরত সম্ভাবনা- ঘর বানায়৷
জানি-না, কী খোঁজে আসে আর- যায়!
মন-পৃথিবী উল্টে রেখে, আড়ালে সে ধায়!!
=

ম. প্র. (০৩-০৭-২০২০)
=