=
আমি লিখবো-না, ফিলিস্তিনি-দের পক্ষে ৷
না লিখবো- ইসরাইলীয়-দের বি-পক্ষে ৷

কারণ- আমি ভালো-ভাবে'ই জানি- জাতি হিসেবে,
ফিলিস্তিনি-রা দূর্বল, আধ-মরা, না-সাহসিক সহ্য-গ্রস্ত-তা'র পুটনিক ৷
আর- ইসরাইলী-রা বর্বর, দুঃসাহিক- ঘাতক-বাজ, নির্দয়-রাজ ক্রনিক ৷

সব, সব-কিছু'র জন্যে ও-রা ও-দের অবস্থান মতো- দায়ী ৷
এক-পক্ষ নির্যাতন করবে, আর- আরেক-পক্ষ সইবে ৷ নিয়তি ৷৷

পক্ষ, বি-পক্ষ বন্ধন করে, কেউ কারো- ভাগ্য বদল করতে, পারে-না ৷
কেননা- জগতে ভাগ্যে'র চেয়ে, চরমিক সত্য আর- কিছু হতে, পারে-না ৷৷
=

ম. প্র. (২২-০৫-২০২১)
=