=
কবি হতে কি লাগে, সেই অর্থে-
আমার বস্তুত কিছু'ই জানা নেই৷
তবু- আশ্বাসে-বিশ্বাসে,
আমি ধুন্ধুমার কবি' হতে চাই৷
প্রথম হতে, অসংখ্য বার- গণন-তিথি-তে,
আমি শুধু-মাত্র কবি' হবা'র নেশায়- মত্ত থাকি৷
তা-ছাড়া-
এর ব্যতিক্রমে, অন্য কোনো- অপশন এখন-
আর- সুলভ নেই, অন্তত- আমার জন্যে৷
সার্টিফিকেটে'র বহর, অতো- গড়-তূল্য নয়, যে-
বিশেষ সম্মানী বাবদ- চাকুরি'র বাজার সরগম করে, তুলবো৷
ও-দিকে, অভিজ্ঞতা'র অ-প্রতুলতা- সীমা-হীন সংকট৷
হাওয়ায় ভেসে আসা- নেপথ্যে'র কারিগরে'র ট্রিপকল-
সর্ব জারিসারি দখল করে, বসে থাকে৷
আমার অবশ্য- সোনা'র হরিণ-তূল্য সম্প্রদানও নেই, যে-
চাকুরি নামক ১০নং অশনি সংকেত-কে,
চিরো-তরে ভূলে থাকা'র চেষ্টায়- রাশ-বিয়োগ ঘটাবো৷
বি-প্রতীপ বাহু'র কান্না'র মনান্তরে, প্রায়- সম-বাহু বৈ-তালে গড়ে,
বিষম-বাহু হয়ে, ললাট বিধ্বস্তে, ব্যস্ত হয়ে পড়ে৷
গর্জন খাটাবার এখন, আর- সেই মেঘ আকাশে নেই, বর্তমান৷
নতুন পথে'র সন্ধানে, জীবনে'র জয়গান মঞ্চায়িত৷
সেই সঙ্গীতে'র গীতিমাল্যে ভরিয়ে তুলতে, চাই- কবিতা'র ভাবরাজ্য৷
গ্রামে'র সোহানুর প্রতিবেশ,
কতো-টুকু তার- বন্ধুত্ব অর্জনে, সফল হবে?
তার বৃত্তান্ত- আগত ভবিষ্যত্‌  ছত্র-মায়ায় যতো-টুকু
বল আহরণ করা যাবে, তার বাতিক যমুনা'র বহমান ধারা'র মতো-
না বইলেও শেষ পর্যন্ত আমি শতো- প্রগলভে, কবি' হতে চাই৷
যে উপলক্ষ্য-কে কেন্দ্র করে, আমার যৌবণে'র নিরব বিচ্ছিন্ন সময়-
বিপুল বিন্যস্ত হওয়া'র স্বপ্ন হতে বঞ্চিত৷
তার'ই ব্যর্থতা-কে মুছে ফেলতে,
আমি আপাদ-মস্তক কবি' হয়ে, উঠতে চাই৷
কারণ- কবিতা'ই মানুষ-কে,
ভালোবাস-তে শেখায়,
বিপ্লবী হতে শেখায়,
ক্ষমা'র সহোদর হতে, পথ দেখায়৷৷
=

রচনা-সময়- ২৭/১০/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=