=
বের হতে ভালো,
পথ চলতে চলতে,
সেলাই খুলছে, হাওয়ায়৷
ভেতরে'ই বই-পত্রিকা-কাগজ-সার্টিফিকেট-
কলম আরো- গন্তব্যে'র দাবি খাটে,
যা- সব হায় হায়৷
মুক্ত হওয়া- তাদের কাজ নয়৷
তবু-
খোলা পৃথিবী দেখতে,
এক-টু নুহাশ-তো চলছে'ই,
বোধ হয়- চলা'র ঝাকুনি-তে৷
সেলাইয়ে'র কারিগর- চড়া মূল্যে'র দাবিদার৷
ও-পাশ ঘুরতে'ই, ঘটনা গেলো- পাল্টে৷
এবার বইয়ে'র দোকানে, ঘুরছি৷
এর খানিক আগে'ই মোড় ছিলো- জুতো কেনায়৷
সাইজ-টা বরাবর'ই বেখাপ্পা- লাগে৷
হঠাৎ
জীবনানন্দে'র মাল্যবান,
নজরুলে'র কুহেলিকা'র ভূত এসে, ধরলো৷
বইয়ে'র ইমারতে খুঁজে পেতে, প্রচন্ড বেগ৷
দামে'র জটিলতায়-
বাড়ি'র মুখ অস্পষ্ট নকশায়- দৃশ্য এ পর্যন্ত'ই৷
কাহিনী'র সমাপন নিরূপণ-
মানুষে'রই দাবি, স্বপ্নে'র নয়৷
জাগরণে'র ফোকাস-টা এক-টু উৎকট!
এই যা৷৷
=
রচনা-সময়- ০৩/১২/২০১২
=
মার্জিত রূপ সংস্করণে৷
=