=
তোর চেহারা'র আকার- বেড়েছে ৷
কিছু কী- রং বেড়েছে, দেহে'র ফাঁদে ?
হয়-তো, হয়-তো বা- নয়, ধরা'র স্বাদে ৷
রূপে'র ধরায়- নদী'র বাক নিয়েছিস, খুঁজে ৷
বয়স'- এর ঘাড়ে, চেপে গেলে, যা- হয়, রূপে ৷
নারী বোলে ফলোয়ার তোরও হয়েছে, হবে ৷
কিন্তু- তোর মনে'র ঘর কী- আপ-ডেট হয়েছে ?
যদি- হয়ে থাকে, তবে- তার প্রদর্শনে, আসিস- ..রিনা ৷
পেয়ে যাবি- ভালোবাসা'র দাবি করেছিস, আগে যা ৷৷
=
ম. প্র. (০৩-০৩-২০২১)
=