=
তেইশের বাদল গেছে ছুটে।
কিছু পল্লবে তবু ছিলো-
হাসি, উপহার আর স্বীকৃতি।
চব্বিশের মহরতে থাকবে নাকি ত্রুটি?
এগিয়ে যাওয়া মানেই কী সিদ্ধি?
না, জলের তলেও রয়েছে,
পুরোনো পাথরের চেপে থাকার ইতিহাস।
আকাশ ছুঁয়ে গেলেই,
মানুষের আর ঘর-বাড়ির প্রয়োজন হয় না।
মুখস্থ করে ফেলে ধারাপাত; পৃথিবী।
=
ম. প্র. (৩১/১২/২০২৩)
=