=
আমি দুনিয়া'র সব-চেয়ে আদু ৷
দাদা নিয়ে গেছে, সাকূল্য আদা ৷
দাদী নিয়ে গেছে, সর্বস্ব মধু ৷
মরণে'র কালে, ভাষণ দিয়েছে, বৃথা ৷
এখন- জিয়ে আছে, এক-ভূমি দীর্ঘ-শ্বাস মৃধা ৷
সঙ্গে তার- রূপক অর্থ-বোধক-তা ৷
বাস্তব তার- সজীব-তা'র অপেক্ষায় পড়ে থাকে ৷
তবু- জীবন রঙ্গিলা ভোর'- এর চমক খুঁজে ফেরে ৷৷
=
ম. প্র. (২৯-০৬-২০১৬)
পূণঃনির্মাণ- (২৩-০১-২০২১)
=