=
বোটা'র ওপরে, হাত !  
গোপন সূত্রে, রাত !
ঢেকে রাখা'র জন্যে ?  

প্রশ্ন-টা দাঁড়ায়- ঢাকবি যখন- খুলিস কেনো ?
খুলতে দিস, কেনো ?
পুরো দুনিয়া'র সামনে, রাখিস কেনো- লজ্জা'র স্থান ?

করা-টা-তো করা'ই হয় ৷  
সে যদি- আধা'ই করিস ৷
বিশেষণ' আধা করে, ধারণ- হয় কী ?

ঘটনা'র কিছু- হয়-তো হয়, হয়-তো হয়-না ৷  

কলঙ্কে'ই যদি- জড়াবি ?
তবে- ঢাকতে যাওয়া'র জরুরত কিসে ?
আলো-ময় রিবেশে, অন্ধকার আস্তরণ'- এর মানে কী ?

করবি যখন- পুরো-টা'ই কর, পুরো-টা'ই করতে দে ৷
যাদের তরে করিস, তাদেরও পুরো-টা'ই জব্দ হতে, দে ৷  

আধা-কলঙ্কিনী বোলে কিছু নেই, জানিস তুই ??
=

ম. প্র. (২৬-০২-২০২১)
=