=
মাসে'র অন্তিম দিয়ে,
যার- ধামে আবির্ভাব শুরু ৷  

সে কী- হয়, ভাগ্য-বতী ?
সে কী- হয়, রূপ-বতী ?
নাকি- সে হয়, বিদ্যা-ধরি ?

তুমি কোন-টা'র গ্রাহক বলো-তো ?

যদি- সব একাঙ্গে নিয়ে, থাকো ?
তবে- তুমি ভৈরবী ৷

জন্ম তোমার হোক- তোমার কর্মে'র মতো ৷৷
=

ম. প্র. (৩০-০৯-২০১৬)
=