=
দেখা'র সসীম দেখেও অসীমে'র দাগ ৷
মুছে-না, মুছে-না, মুছবে-না খাক ৷  
আ-মৃত্যু'র কর্ষণ ভেঙ্গে, জাগবে-না পাখি ৷
পাপ আর- পাপারাজ্জী এক সুতো'র খাকি ৷
সহ্য আর- ধৈর্য কানামাছি খেলা'র ঘাঁটি ৷
প্রতিবাদ'- এর ভাষা- পরিত্যক্ত খামে বন্দি ৷৷
=

ম. প্র. (১৮-০৬-২০২১)
=