=
অ-হিংসা'র পাটাতন নড়বড়ে
ক্ষণ, মাত্রা, বিষয়, জীবন-সুদ
আর- সময়ে'র বাগডোরে !
পলাশী-ভোর কেটে গেলেও
পৃথিবী'র উর্বর দুপুরে,
কালো মেঘ- ব্যাঙ নামায়,
অ-হিংসা'র জমিনে !
কাল খায়,
শান খায়,
ধ্যান খায়,
মন খায়,
প্রেম খায়,
ফুরসৎ খায় !
খায়- জমিনে'র রূবারূব !
তবু-
ধরনী'র বিরাম নেই,
আশ্বিনী কপট হতে !
হিংসা'র গহ্বরে অ-হিংসা'র বসবাস-
সরল নয়, সাধু ।
কাল যায়, শিরোপা হারায়- সময় ।
আমাদের হৃদয়ে'র তুলোট মরিচিকা-গুলো
প্রাণ পায়- ক্রমশঃ !
আমরা হয়ে, উঠি- হিংস্র !
আমাদের কর্ম- তাল-খোয়ায়,
ঝাল কুড়োয়- মন-নদীয়ায় ।
সর্বত্র ছড়িয়ে যায়- বিনাশী কুয়া-কাটা ।
উদ্ভ্রান্ত মোহ-মায়ায় সরিয়ে নিই,
মিলন-বানে'র রঞ্জক !
ভালোবাসা বঞ্চনা- আমাদের মনে'র
অ-হিংসা'র ব্যবচ্ছেদ সমুদ্র ।
যার জোয়ার ভাসিয়ে নেয়-
জীবনে'র লালনীয়, পালনীয়- রূপ, গন্ধ আর-শ্বাস ।
অ-হিংসা'র প্রদীপ জ্বেলে-
গান্ধী বাপু' বুলেট নিয়েছেন- বুকে, সেই কবে ।
অথচ-
মানুষে'র বুকে, মানুষ আজও শূল বিঁধে দেয়,
স্ব-রাজ দাজ্জ্বাল হয়ে ।
আশা-ব্রত হই, তবু-
প্রতি-দিন হিংসা'র আহাট খুঁড়ে
অ-হিংসা'র রাহাত মিলবে-
মনে-মনে, জনে-জনে, জীবনে-জীবনে, ধরিত্রী-বিপুলে ।।
=
ম. প্র. (২৯-০৯-২০২১)
=