কাব্য লেখা কবির খাতায়
কাগজ ভরে, লিখলে হাবিজাবি,
শত কলমের রঙ ফুরালেই
হয় কী যাওয়া কবি ?

তবে কাব্য কবিই হবই আমি
কাব্য হবে লিখবো যা সব,
খিল মেলাবো চিলের সাথে
হাসের সাথে বাঁশ।

কাশের সাথে তাস মিলিয়ে
হব কাব্য কবি,
ভিম্রি খাবেই পড়ে যদি
কাজী, জসীম, রবি।

পিছলা ঘাটে পুকুর পাড়ে
খাইলে আছাড় রটে যাবে,
কাব্যিক কবির পড়ার ছোটে
গেছে যে মুণ্ডু ঘুরে।

গা মোছাবে  স্ত্রী এসে
দিবে বাতাস খাতার পাখায়,
কবির অনারে কুনুত করে
শ্যালিকারা।

খুঁজবো মনে হন্যে হয়ে
ঝিঁঝিঁ পোকার ঝাঁঝাল তানে,
সবি জানে ভাব দেখাবো
কাব্যিক কবি রাজ।