রক্তক্ষরণ নদী অশ্রু সাগর
এলো ভোর পেরিয়ে,
ঘুচিয়ে দিলো সব ক্লান্তি
বিজয় নামের দোরে।
সবুজ ঘাসে বিজয় আসে
ভোর সকালে শিশির ঝরা,
আসে বিজয় স্বপ্ন নিয়ে
আলো হেসে যায় দোরে।
বিজয় এলেই দোর খুলে দেয়
আমার বাংলা মায়ের হাতে,
অন্ধকারে যায় কেটে যায়
পঁচিশে ভরা কালো রাতে।
রাত্রি শেষে দিনটা আসে
সূর্য যেমন হাসে,
লাল - সবুজে এমন করেই
স্বদেশ ভালোবাসে।
এই ধরণী অনেক আশার
নীল আকাশের দূর,
রঙিন ঘুড়ি শূন্যে উড়া
আকাশ সীমাহীন।
তাকিয়ে ছিলো সেদিন সবাই
আসবে সোনালী ভোর,
ভাঙুক এসে মুক্তিসেনা
ঐ বন্দিশালার দোর।
সবার চাওয়া সত্যি হলো
মুক্তি এলো দল,
জ্বালাও পোড়াও বন্ধ হলো
পাক সৈনিকের বল।
আসে যখন ছাব্বিশে মার্চ
গর্বিত এ মন,
উড়াই তখন লাল - সবুজের
বিজয় নিশান হাতে হাতে।