সুবর্ণলতা নূপুর বাজে
আজ তোমার পায়ে
পথ চলায় থমকি ভাঁজে।
কানে ঝুমকা নাকে ফুল
হারায় স্রোতে নদীর কূল।
কাজল মেখে বাঁকা চোখে
লাগে ভাল তোমায় দেখে।
ভালোবাসি মুখের মিষ্টি হাসি
বলে মন পাশে বসি।
হৃদয়ের মাঝে কতনা কথা
যেমন গাঁথা ফুলের মালা।
তুমি আমি একসাথে
বলবো কথা বাসর ঘরে।
মিশে যাবো ধূসর নেশাতেই
সবাই দেখবে চেয়ে চেয়ে।
সব ক্ষত অবশেষে
মিশে যাবে সুখের ছোঁয়াতে।
সব ভূল ভেঙ্গে যাবে
সময়ের ব্যবধানে।