আকাশে আজ নেই মেঘ।
তবু যেন আমি মনের মধ্যে
বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি।
আজ ছুঁয়েছে বিষাদ, ভালো নেই মন,
চাঁদের আলো এসে তবু যেন
পড়ছে আমার গায়ে।
আমার পাশে নেই আজ তুমি।
মনে হচ্ছে তবু যেন তোমার কোলে
রেখে মাথা শুয়ে আছি আমি।
হচ্ছে কেনো এমন?
তুমি হয়তো আসবে বলেই…।।
কালের আজ বিবর্তনে
আমি ক্লান্ত পেরিয়ে অনন্তকাল।
মনে হচ্ছে এইতো তবু যেন!
জীবনের প্রারম্ভ।
সেই নদীটা আজ স্রোতহীন।
মনে হচ্ছে তবু যেন স্রোতের বিপরীতে
ধরেছি হাল আমি।
আমার কোন স্মৃতি নেই তোমায় ঘিরে।
মনে হচ্ছে তবু যেন কিছু আবেগগণ
মুহুর্ত আমায় যাচ্ছে ছুঁয়ে।
হচ্ছে কেনো এমন?
তুমি হয়তো আসবে বলেই…।।
নির্ঘুম রাত তোমায় ভেবে কাটাচ্ছি আমি।
মনে হচ্ছে তবু যেন অনন্তকাল ধরে
ঘুমিয়ে আছি আমি।
উঁকি দিচ্ছে আজ স্মৃতির বেড়াজাল ছিড়ে
তোমারই মায়ামাখা সেই মুখ।
মনে হচ্ছে তবু যেন কতকাল দেখিনি তোমায়।
হচ্ছে কেনো এমন?
তুমি হয়তো আসবে বলেই…।।