(১) উতাল হাওয়ায় ভাসিয়ে তরী,
স্বপ্ন নামের ঢেউ...
উজান পথে মিলবে তীরে,
ভালবাসার কেউ....
(২) একজোড়া অনিমেষ চোখ খুঁজে নিয়ো...
স্বপ্নগুলো প্রাণ পায় যার অবিচল পলকে...
দুহাত বাড়ায় স্বপ্নদ্রষ্টা হয়ে...
ধ্বনি জাগায় অন্তরাত্মা নিঃশব্দে পাশে থেকে...
(৩) ঘনীভূত থাকে চাওয়ার মাঝে
যদি ভালবাসা...
মিথ্যে সেই আবেগমায়া...
শুধুই লেনাদেনা।
(৪) ঘটলে বাড়ে পুড়ান ক্ষতি পূরণ
জমানো দুঃখের ঢেউ..
প্রেরণা জাগায় আবেগের স্ফুরণ...
যদি থাকে পাশে বন্ধু নামের কেউ......।
(৫) মৃদাঙ্গ হাওয়ায় কত ঢেউয়ের
এ দেহের তরী ভাসাইলাম,
একা বসে ভাবি আজ কূলে
বিনিময়ে কি পেলাম।
(৬) হৃদয়ের ছোট্র ঘরের
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
নীল বিলাসী জোছনা শুধু
নির্বাক কবিতা হয়ে
ফেল ফেলাইয়া থাকে !!