পাল্টে গেছে পৃথিবীতে জীবনের রুটিন
পাল্টে গেছে দেখার মত দৃষ্টিভঙ্গি
যাচ্ছে বদলে মানুষের চিন্তা ধ্যান ধারণা।
কাজ গুলোকে নির্দ্বিধায় বৈধ বলে মেনে নিতে হয়
এ কাজের সমর্থণের পাল্লাও ভারি হয়ে যাচ্ছে দিনকে দিন
যাচ্ছে হারিয়ে আমাদের পুরাতন ঐতিহ্য, চেতনা ।
মা যাচ্ছেন বোরকা পরে বেড়াতে
সাথে ছিল তার সুন্দরী মেয়ে ,পরে আছে জিন্স আর টপস।
এই হলো বুঝি বাংলার হালফ্যাশন.......... ।
রাস্তার পাশে কপোত কপোতীরা জনসম্মুখে হাত ধরে হাঁটছে,
পার্কের পাশে বসে প্রেমিক প্রেমিকারা
একে অপরকে জড়িয়ে ধরে কিস খাচ্ছে ।
শিশু পার্কটিও দখলে চলে গেছে প্রেমিক প্রেমিকাদের হাতে
না যাচ্ছে পারা বাচ্চাদের নিয়ে যেতে সেখানে
না পারছি বুঝাতে তাদের এ জায়গাটি তো নয় তোমাদের জন্য
পথচারীরা হাসছে, মুখ টিপে
গালিগালাজ করছে বিরবির করে,
মুখ ফুটে কেউ কিছু বলছে না
গোচরের নির্লজ্জতাকে মেনে নিচ্ছে নির্দ্বিধায় সকলে।
উড়না টা বুক ছেড়ে উঠে গেছে গলায়
ড্যাব ড্যাব করে তাকিয়ে লোল লোল দৃষ্টিগুলো।
এসবের নাম দেয়া হয়েছে স্মার্টনেস আর যোগের উপযোগী তরুণ তরুণী বলে।
যোগের হাওয়ায় বদলে দিয়েছে সত্যি-ই
আমাদের বুঝা, জানা আর দেখার দৃষ্টি
চোখ থাকতেও হয়ে গেছি অন্ধ।
ডিসে অর্ধ নগ্ন পোশাকের ষোড়ষীরকে দেখে দেখে চোখে সয়ে গেছে।
পাশ্চাত্যের ফ্যাশনে ঝুঁকে গেছি আমরা নির্লজ্জভাবে।
তাই তরুণীর অর্ধ নগ্ন বুক খোলা পোশাকের ছবি দেখলে বলি
এখানে তো অশ্লীলতার কিছুই দেখছি না।
বাহরে আমার চোখ বাহ বাহ
এভাবেই বদলে গেলি, দেখার চোখ হারিয়ে ফেললি।
শ্লীলতাকে হোছটা দিয়ে তাড়িয়ে অশ্লীলতাকে আঁকড়ে ধরেছি।
মনে হয় আমার চোখই পুরান হয়ে গেছে,
হয়তোবা আমি বদলাতে পারিনি, আঁকড়ে ধরে আছি জীর্ণ শীর্ণ পুরাতনকে
না হয় থাকলামই বা আমি আমার মতো।