আমি শুধু প্রতীক্ষার বিরামহীন প্রহর গুনি
নিঃসঙ্গ বসে বসে ভাবি তোমারই অপেক্ষায়,
বাড়ির পাশে প্রকৃতিরই সবুজ ঘেরা মাঠে
দুঃখ বিলাই মরুভূমির পথে পথে।
তোমারি প্রতিক্ষায় - অবুঝ দু' নয়ন
মেলে চেয়ে থাকে সুদূরে,
আসবে না কী এ রাত কখনো কেটে ভোর
প্রতীক্ষার এ প্রহর হবে না কী শেষ।
আর কখনো কী জুড়বে না পৃথিবীর পৃষ্ঠায়
তোমার আমার মমতার ডোর,
কোথা সে মাহেন্দ্রক্ষণ? আর কতদূর?
শুধুই কষ্ট কে কাছে টানা কেবলই প্রতীক্ষা বিরামহীন।
মায়াময়ী রাত্রি নিদ্রাহীন কষ্ট কী
তা একটুকুও কি বুঝে,
মধ্যরজণীর ঐ চাঁদ বাঁকা, আর সে? ...
শুধুই প্রহর গোণা।
মিছে জেনেও তার চুম্বক স্বপ্নে
অযাচ্য উঁকি মারা,
খড়কুঁটো ধরা ব্যাকুল আশা
ঈপ্সা ছুঁতে চায় ক্রান্তি সীমা।
যদি চাও তুমি?
যদি একটিবারও দেখো নিতান্ত অবহেলায়,
কিংবা ক্ষমাহীন বিদ্রূপ মিশিয়ে
ফুঁটো করে দাও আমার কল্পনার সাতরঙ্গা ফানুস।
তবুও মন বলে হয়তো থেকে যাবো হাসি মুখে
জানি অজান্তেই রেখে যাবে পদচিহ্ন,
তোমার পাথর সময়ে
আমার আহত বঞ্চিত মানস।
শুধুই কি চেয়ে থাকা
আমার সকল চাওয়া পাওয়া,
আর মন পুড়ানো জ্বালা নিয়ে
শুধুই চেয়ে থাকা!!!......