বলেছিলাম অপেক্ষায় থাকবো –
অপেক্ষার মাঝে যে এতটা প্রতীক্ষা থাকতে পারে –
জানা ছিলো না।
অপেক্ষাগুলো বড় নিষ্ঠুর !!!
অন্ধকারের কণায় কণায় ছড়িয়ে থাকে
প্রতীক্ষার বিষ ।
অনন্তের দিকে যখন চলতে থাকে
প্রতীক্ষার স্রোত –
মহাকাল এসে থমকে দাঁড়ায়
আমাদের মস্তিষ্কে ।
শুক্লা দ্বাদশীর রাতে জ্যোৎস্নারা ঝরে পড়ে
অসহ্য যন্ত্রণা নিয়ে ;
আর আমাদের শরীর পড়ে থাকে
প্রসববেদনায় জর্জরিত
জননীর মতো ।
ধমনীতে বইতে থাকে অশান্ত রুধির-
নিঃশ্বাসে বিষাক্ত বায়ু ।
বারবার মরে যায় আমাদের
নিউরন ।
অপেক্ষা তবু ফুরায় না
আটকে থাকে মহাকাল ।