চন্দ্র থেকে জ্যোৎস্না আনবো তোমার জন্য,
নাইবে তুমি?
আকাশ থেকে তারার ফুল আনবো তোমার জন্য,
সাজবে তুমি?
স্বর্গ থেকে সুখ আনবো তোমার জন্য ,
সুখী হবে তুমি?
একশো আটটি নীলপদ্ম আনবো তোমার জন্য,
নিবে তুমি?
তোমার জন্য কিনে নিব
পৃথিবীর সমস্ত ফুল ;
জুই , কৃষ্ণচূড়া আর রক্তগোলাপ দিয়ে সাজাবো
তোমার কালো চুল ।
একটি তেপান্তর কিনবো তোমার জন্য,
সেথায় গড়বো ভালোবাসার অভয়ারণ্য ।
যেথায় থাকবে মিটিমিটি আলো দেওয়া
নিরানব্বই কোটি জোনাকি ,
থাকবে স্বর্গের অমিয়ধারা –
বালিকা , চলবে নাকি?
সময় থেমে যাবে সেথায়,
আমি হবো কালজয়ী বীর ।
নিপুণ হাতের স্পর্শে আলোড়িত করবো
তোমার বাহান্ন তীর্থের শরীর।
বালিকা , ভালোবাসা নিবে কি?
১৬-০৫-১৭ ইং
- পলাশী , ঢাকা ।