আজ আমার পাশে তুমি নেই বলে
নিভে গেছে আকাশের সমস্ত তারা ,
ঝরে গেছে মেঘেদের কান্না ।
নিশাচরীরা করছে অনশন ।

আজ আমার পাশে তুমি নেই বলে
হাসছে না পূর্ণিমার চাঁদ ।
অন্ধকার করেছে  অভিমান ।
ঘুমেরা পালিয়েছে শহর ছেড়ে ।

আজ আমার পাশে তুমি নেই বলে
রজনীগন্ধার গন্ধ নেই ,
বিষক্ষতে ঝরে গেছে গোলাপের শরীর ।
হাওয়ারা বলে গেছে আজ তাদের হরতাল ।

আজ আমার পাশে তুমি নেই বলে
ইচ্ছের কোন রঙ নেই ।
জোনাকির পুচ্ছে ফসফরাস নেই ,
গুমরে গুমরে কাঁদছে রাত ।

এ রাত ছিলো অনেক স্বপ্নের , অনেক প্রতীক্ষার –
অথচ তুমি নেই , তুমি নেই ।।

                                             -১৮/০৩/১৭
                                                পলাশী, ঢাকা-১০০০