জানো?
আমার কান্নাগুলো যদি তোমার কান্নার
কারণ হয়ে দাঁড়ায় ,
তাহলে আমি আর কাঁদবো না ।
আমার কষ্টগুলো যদি তোমার কষ্টের
কারণ হয়ে দাঁড়ায়-
তাহলে আমি আর কষ্ট পাব না ।

আমার ইচ্ছাগুলো যদি তোমার কাছে
অসাধ্য হয়ে দাঁড়ায় ,
তাহলে আমি আর ইচ্ছা করবো না ;
আমার স্বপ্নগুলো যদি তোমার
দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায় ,
তাহলে আমি আর স্বপ্ন দেখবো না ।

আমার কান্নাগুলোকে মিশিয়ে
ফেলবো না –
মহাসাগরের জলে ।
আমার বুকের নৌপথে
চলতে চলতে
তুমি যদি সেখানে পৌঁছে যাও ভুলে?

অশ্রুগুলোকে ছোঁতে দিবো না
শ্রাবণের বাদলধারা !!
হঠাত যদি একফোঁটা বৃষ্টি এসে
লেগে যায়
তোমার গায় ,
তুমি বুঝে যাবে অপ্সরা ।

কান্নাগুলোকে লুকিয়ে রাখবো
ভালোবাসার গোপন করিডোরে ,
জানি , সেথায় তুমি
ভুলেও যাবে না ট্যুরে ।

কষ্টগুলোকে পাথরের মূর্তি বানিয়ে
রাখবো না বুকের কাবায় ।
আমার বুকে মাথা রেখে –
যদি নির্বাক হও স্তব্ধতায় ?

তাই-
কষ্টগুলোকে ভিসুভিয়াসের লাভার সাথে
মিশিয়ে ফেলবো ।
আর তার উপর দুজন মিলে
লুটোপুটি খেলবো ।

ইচ্ছেগুলোকে লুকোবো না
হিমেল হাওয়ায় ;
ওরা যদি আবার সুরসুরি দেয়
তোমার অমল গায় ?
তাই
ইচ্ছেগুলোকে না হয় পাঠিয়ে দেব
মড়ক খোলার ঘাটে ।
একটি জোনাই ধরে পাঠিয়ে দিও
কালিপূজোর রাতে ।

আর যখন স্বপ্নের ঘুম ভাঙবে ,
আমার দু’চোখ ভরে ,
স্বপ্নগুলো পাঠাবো আকাশগঙ্গায়
ঊর্ধ্বপাতন করে ।