কথা ছিলো -
শর্বরীর গাত্রে যখন নির্জন-নীরবতা,
নিষ্প্রাণ নগরীতে নামবে ঘুমের দেবতা ;
নগরীর ওইপাড় থেকে শূভ্র মেঘের আচলে
জড়াবে আমায়; জুড়াবে হিয়া ভালোবাসার বোলে।
কথা ছিলো-
জ্যোৎস্না যেমন রাতের শরীরে-
মিশে যায় ধীরে ধীরে;
সে ভাবে আমার শরীরে মিশবে তোমার আদর,
আধারে তারা হয়ে জ্বলব সারা রাত ভর ।
কথা ছিলো-
জ্যৈষ্ঠেয় দ্বিপ্রহরে আকাশের মতোন-
তুমি শুনবে এ বুকের গর্জন ।
আর আমার বুকে মাথা রেখে আজীবন
গভীর শান্তিতে দেখবে ভালোবাসার স্বপন ।
কথা ছিলো-
আধারে চাঁদের মতো সঙ্গোপনে -
অজানায় হারাবো দু'জনে ।
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার বাধাহীন চুম্বনে
কামনার সাগরে ভাসবো তোমার সনে ।