তোমাকে ভালোবাসতে বাসতে
আজ আমি সর্বহারা ;
আমার চারপাশে আজ শুধু অপেক্ষা,
ভয়ানক অপেক্ষার সুদীর্ঘ মিছিল ।
কথা ছিলো চারদিকে যখন
ঘনকালো আধারে ঢাকবে আমাদের পৃথিবী,
রাত্রির নির্জনতায় গভীর হয়ে ভাসবে
টিকটিকির ডাক-
কোন এক সিন্ধুপাড়ে আমার পাশে বসে
শুনাবে ভালোবাসার সুর ।
এমন কথা ছিলো
তোমাকে আমার রাজ্যের রানী বানিয়ে
রাজা হবো ।
অথচ আমায় রেখেছো প্রজা করে ।
এমন কথা ছিলো-
নীলকান্ত রাত্রিতে তুমি খোঁজবে আমায়-
তোমার পৃথিবীতে আমি হবো সর্বেসর্বা ;
আমার প্রতিটি কথা , এমনকি প্রতিটি নিঃশ্বাসও
তোমার কাছে হবে অমৃত ...
রেজিন কি আর অমৃত হয়?
বারবার বলেছো –
তুমি আমার সর্বস্ব হবে –
আমার প্রশ্বাসের বায়ু হবে –
আমার রক্তের অনুচক্রিকা হবে-
আমার হৃদপিণ্ডের ছন্দ হবে-
মিশে যাবে আমার নিউরনে ।।
তুমি তো হতে পারো নি!!!
আমি বানিয়েছি আমার সত্ত্বায় –
রেখেছি ফুসফুসের শুক্লপক্ষে ।
-পলাশী, ঢাকা-১০০০
০৯-০৫-২০১৭