ফেব্রুয়ারি তুমি রমণীর খালি পায়ে-
নূপুরের ঝংকার,
মধ্যাহ্নের উদয়ে কোন ছন্দহারার-
কবিতার হুংকার৷
ফেব্রুয়ারি তুমি মহিনীর রাঙা ঠোঁটে-
আবেগমধুর হাসি;
রাতের স্বপনে ইন্দুর হাচ্ছানি,
তুমি যেন স্বপ্নমোহন বাঁশি৷
ফেব্রুয়ারি তুমি একরাশ কষ্টের -
করুণ বীণার সুর,
সূর্যের মতো রাঙা লাল-
সুগভীর সমুদ্দুর৷৷
ফেব্রুয়ারি তুমি আমার কবিতায়-
সুরের ছন্দ;
কষ্টের কালে যোগাও
একরাশ আনন্দ৷৷
ফেব্রুয়ারি তুমি মায়ের কোলে-
সন্তানের মধুর ডাক ,
ফেব্রুয়ারিতে সবার দুঃখ সব-
মুছে যাক, মুছে যাক৷৷