চেয়েছিলাম সপ্ত আসমান পেরিয়ে স্বর্গ নামবে আমাদের ঘরে,
হাওয়ার মাঝে উঠবে আকসির প্লাবন,
মনে থাকবে এপ্রিলের দ্বিপ্রহর বেলায়-
দেবদারুর ছায়ার মতো প্রশান্তি ।
মন কি আর শরীর ছাড়া একা চলতে পারে?
চারদিক উঠছে জীর্ণতার রোনাজারি ।
প্রেমিকার গরম নিঃশ্বাসে ভারী হচ্ছে
চারপাশের বায়ু ।
জীবনের কোন মুহূর্তে আর চাঞ্চল্যতা নেই,
নেই কোন ভালোলাগা-
সন্ধ্যের আকাশে আবির রঙয়ের শাড়ীর আচল দেখা ,
অথবা পূর্ণিমার জোছনায় ভিজবো বলে
সাত প্রহর ধরে প্রস্তুতি নেওয়া ।
আছে শুধু অপেক্ষা –
একটি সুস্থ্য জীবনের,
একটি সুখী সমৃদ্ধ পৃথিবীর ।
যেখানে ভালোবাসার স্রোত ভাসিয়ে নিবে জীর্ণতা , জরা আর গ্লানি ।