তাল পাতার পাখাতে
খেজুর পাতার পাটিতে
তোমায় আমি ভালোবেসেছি।
চিরল দাতের হাসিতে
গাধা ফুলের খোপাতে
তোমায় আমি ভালোবেসেছি।
বাকা চোখের চাওয়াতে
মিষ্টি মুখের হাসিতে
তোমায় আমি ভালোবেসেছি।
কাজল কালো আঁখিতে
কপালের লাল টিপেতে
তোমায় আমি ভালোবেসেছি।
হাতের রেশমি চুড়িতে
লাল পাড়ের শাড়িতে
তোমায় আমি ভালোবেসেছি।
আলতা রাঙা পায়েতে
হেলে দুলে চলাতে
তোমায় আমি ভালোবেসেছি।
সবুজ ঘাসের মাটিতে
আঁকাবাঁকা মেঠো পথে
তোমায় আমি ভালোবেসেছি।
৮ মার্চ,২০২৫