পুরুষের মূল্য কিসে?
টাকা-পয়সা, অর্থ- সম্পদ
নাকি সুন্দর চরিত্রে?
গত সাতটি মাস!
একটি ফুটো পয়সা,
সে ও জুটাতে পারি নি।
চরিত্র আমি চকচকে রেখেছি
সততার দিক থেকে ও পাক্কা।
মাঝে মধ্যে যাও দু-চার পয়সা
উপরির সুযোগ এসেছে,
সততার অযুহাতে নিতে পারিনি।
বাসায় বাবার ঝার খেয়েছি,
কি চাকরি করিস!
সাতটি মাস হয়ে গেল;
এক পয়সা ঘরে আনতে পারিস নি।
নতুন বিয়ে করা বউয়ের;
বাকা মুখ দেখেছি,
কিন্তু নিজেকে অপদার্থ ভেবে,
কিছু বলতে পারি নি।
মাঝে মাঝে ভাবি
পুরুষের মূল্য কিসে?
১০ মার্চ, ২০২৫