দিকবিদিক মানুষের ছুটাছুটি,
নাকে টিয়ারশেলের ঝাঁজালো গন্ধ,
চোখ জ্বালা পোড়া করছে, ধারণ করেছে রক্ত বর্ণ
তার মাঝে কোন একজনের কণ্ঠ ভেসে আসছে
পানি লাগবে কারো পানি।
নিমিষেই থেমে গেল সেই কণ্ঠ
কানে এলো গুলির শব্দ
মুগ্ধ লুটিয়ে পড়লো মাটিতে
রক্তাক্ত হলো বাংলার মাটি
পাশে পরে রইল রক্তাক্ত পানির বোতল।
প্রেমিকার চোখে পানি
মায়ের আহাজারি।
ভাইয়ের চোখে মুখে হতাশার ছাপ
দেশবাসীর মনে চাপা কষ্ট
আর ছাত্র ভাই, সহযোদ্ধা ভাইদের
মনে প্রতিশোধের তীব্র আকুতি।
বুকে স্বাধীনতার সপ্ন
মুক্তি লাভের এক তীব্র বাসনা।
কানে শুধু ভেসে আসে একটি শব্দ
পানি লাগবে কারো পানি।