দাউদাউ আগুন জ্বলছে,
চারপাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়
চারদিকে উৎসুক জনতার ভীড়
কেউ অবাক চোখে তাকিয়ে আছে,
কেউবা আবার হাসছে
কি হাসির সেই শব্দ হা হা হো হো।
কারো চোখে কান্নার ছিটে ফোটা ও নেই,
সবার মাঝে হাস্য উজ্জল ভাব।
আসলে কারন টা কি?  
বন্ধু আসলে বাড়ি টা কার?
পুরছে আর মানুষ আসছে কারো মাঝে দুঃখের লেশ মাত্র নেই।
আর এ এটা চিনিস না?
এইটা বিখ্যাত এমপি বাড়ি।
কয়েক দিন আগে খবর হয়েছে দেখিস নি।
চারশো কোটি টাকা খরচ করে বাড়ি টা করেছে।
বলিস কিরে! তোদের এমপি?
আমার জানা মতে তার তো কিছুই ছিল না!
এতো টাকা কিভাবে হলো?
এমপি হলে টাকা তো হবেই।
আচ্ছা ঐ লোক গুলো কে?
যারা ছাদে এসে নিচে নামার জন্য আকুতি জানাচ্ছে?
আরে বুঝলি না এরা হলো এমপির দোসর।
এমপি কোথায়? পালিয়ে গেছে। দেশ ছেড়েছে।
পতন হবে আচ করতে পেরে। কোন দেশেতে?
কানাডা নয়তো বা দুবাই।
থাকবে কোথায়? লেবার সেজে কাজ করবে নাকি?
তুই যে কি বলিস! ঐ খানেও বাড়ি আছে।
বলিস কিরে! তাহলে তো অনেক টাকা।
তার টাকা না, তার টাকা না; সে সব আমাদের টাকা।
উন্নয়নের নামে লোপাট করে রাজ্য গড়ার টাকা।  
ঐ মানুষ গুলো পুড়ে যাচ্ছে, জনগণের রোষানলে
তাদের কি দোষ বল আমাকে?
তাদের দোষ তারা সবাই এমপির দোসর।
এত সুন্দর বাড়ি টা তাই বলে এই ভাবে পোড়াতে হবে?
জনগণের টাকায় গড়া বাড়ি যা করার তা জনগন করবে।
আরে ভাই মানুষ গুলাকে তো বাঁচানো দরকার!
যা যা তুই বাঁচা। তোকে সহ পিষে দিবে।

                                ০৭ আগস্ট, ২০২৪