তোমার কাজ শেষ হওয়ার পূর্বেই
জোছনা যাবে ডুবে,
নিভে যাবে সব আলো।
আমাদের আর জোছনা দেখা হবে না।
পাশাপাশি বসে
তোমার কোলে মাথা রেখে
ঔ দূর আকাশ টার দিকে আর তাকানো হবে না।
যদি একটু ব্যস্ততা শেষ হয়,
যদি একটু সময় বের করা যায়,
তবে ফিরে এসো খুব তারাতারি।
দুজনে পাশাপাশি
হাতে হাত রেখে
ভেসে যাব দূরে কোথায় ও
জোছনার আলো আমাদের দেখে হিংসে করবে
আর আমরা দুজন এক পৈশাচিক আনন্দ লাভ করব।
কি! আসবে তো?
৮ মার্চ, ২০২৫