পাকপাখালীর ডানায় ডানায়
রঙিন কত সাজ,
ফুলের মুখে পাতায় পাতায়
নিপুণ কারুকাজ।
গাছের শাখায় ফলের বাহার
জুড়ায় দেহ-মন,
ঘাসের ডগায় শিশির কণার
মধুর আলিঙ্গন।
মাঠে মাঠে সোনার ফসল
সবুজ সবুজ ঢেউ,
দখিন হাওয়ার নিবিড় পরশ
মন ভরে দেয় সেও!
আকাশ-মাটি সাগর-নদী
পাহাড়-গহীন বন,
মহান প্রভূর সৃষ্টি এসব
নয় তা অকারণ!
১২/১০/২০১৪ইং