গাছের সারি, পাখির মেলা
পাহাড়-সাগর, ঝর্ণা-বিল,
আলো-বাতাস,সূয্য-মাটি
চন্দ্র-তারা,আকাশ নীল!
এই নিয়ে তো গড়ে উঠে
সুস্থ সতেজ পরিবেশ.
আমরা মানুষ নানান ভাবে
এই পরিবেশ করি শেষ!
পানি দূষণ,মাটি দূষণ
শব্দ দূষণ চলছে বেশ,
এসব কিছু আমরা করি
নষ্ট করি পরিবেশ!
পাহাড় কেটে মরুভূমি
গাছপালা সব করছি সাফ,
পশু-পাখি হত্যা করে
নিচ্ছি তাদের অভিশাপ!
চোখের মনি. দেশের খনি
সোনা-মানিক আছো যারা,
এই পরিবেশ শেষ হবে না
তোমরা যদি দাও সাড়া!